Inqilab Logo

শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

পাইকগাছায় গৃহবধূকে প্রেমের প্রস্তাব : বখাটের জেল-জরিমানা

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৬ জুন, ২০২১, ৪:৪১ পিএম

খুলনার পাইকগাছা উপজেলায় গৃহবধূকে প্রেমের প্রস্তাব দিয়ে বারবার উত্যক্ত করায় আলমগীর মিস্ত্রী (৩২) নামে এক বখাটেকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সে উপজেলার রাড়ুলী গ্রামের খানু মিস্ত্রীর ছেলে।
শনিবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী রাড়ুলী ক্যাম্পে এ আদালত পরিচালনা করেন। উভয় পক্ষ, স্বাক্ষীদের কাছে শুনে ও প্রমান সাপেক্ষে তাকে ১৫ দিনের বিনাশ্রম জেল ও নগদ ৫ শ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন দিনের জেল দেয়া হয়। পাইকগাছা থানার ওসি বখাটে আলমগীর মিস্ত্রীর কারাদন্ড ও জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ