মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দক্ষিণ আফ্রিকা শীতে রীতিমতো কাঁপছে। গত মে মাস থেকে শীত মৌসুম আনুষ্ঠানিকভাবে শুরু হলেও গত এক সপ্তাহ থেকে দেশটির বেশ কয়েকটি প্রদেশে তাপমাত্রা নামতে শুরু করে। দক্ষিণ আফ্রিকার মোট জনসংখ্যার ৭২ শতাংশই চলতি সপ্তাহে ফারেনহাইট স্কেলে ১২ থেকে ১৬ ডিগ্রি তাপমাত্রায় বাস করতে বাধ্য হচ্ছেন। তাপমাত্রা অতটা কম না হলেও বাতাসের কারণে এমনটি অনুভূত হচ্ছে। সেই সাথে বৃষ্টি ও বাতাসের কারণে জোহানেসবার্গের অবস্থাও ভয়াবহ। জোহানেসবার্গ এলাকায় তীব্র শৈত্যপ্রবাহের কারণে ঘর থেকে বের হওয়া মুশকিল হয়ে পড়েছে। এছাড়া দেশটির ইস্টার্ন কেপ, ওয়েস্টার্ন কেপ নর্থ ওয়েস্ট ও নদার্ন কেপ প্রদেশের বেশ কিছু এলাকা সাদা হয়ে আছে তুষারপাতে। চোখ ঝলসে দেওয়ার মতো সাদা। আর শৈত্যপ্রবাহের কারণে শূন্যের অনেক নিচের তাপমাত্রা বোধ হচ্ছে। মূল ধাক্কাটি যাচ্ছে দক্ষিণ আফ্রিকার পূর্ব ও পশ্চিম অঞ্চলের প্রদেশগুলোতে। শীতের শুরুতেই দক্ষিণ আফ্রিকায় শৈত্যপ্রবাহের এমন তান্ডবের কারণে জনজীবন একেবারে থমকে দাঁড়িয়েছে। দক্ষিণ আফ্রিকা আবহাওয়া অধিদপ্তরের রিপোর্ট অনুযায়ী শৈত্যপ্রবাহ আগামী সপ্তাহজুড়ে চলবে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।