Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেক পেশার মানুষকে সমান সুযোগ দিচ্ছেন - এমপি শাওন

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ জুন, ২০২১, ৬:২৭ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেক পেশার মানুষকে সমান সুযোগ দিচ্ছেন। ভোলার লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র নৃগোষ্ঠী ও দলিত জনসাধারণের মধ্যে ত্রাণ বিতরণ কালে এসব কথা বলে এমপি শাওন। ২ জুন বুধবার বেলা ১১টায় লালমোহন উপজেলা পরিষদের হলরুমে ত্রাণ বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লালমোহন উপজেলা নির্বাহী অফিসার আল নোমান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।

তিনি বলেন, দেশকে উন্নয়নের অগ্রযাত্রায় নিয়ে যেতে হলে কোন সম্প্রদায়কে বাদ দেয়া যাবে না। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রত্যেকটি পেশার মানুষের সমান সুযোগ দিচ্ছেন। প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় আজকে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও দলিত জনসাধারণের মধ্যে ত্রাণ বিতরণ করা হচ্ছে। “গ্রাম হবে শহর” প্রধানমন্ত্রীর এই শ্লোগানকে বাস্তবায়ন করার জন্য গ্রাম অঞ্চলের সকল ক্ষেত্রে উন্নয়নের কাজ করা হচ্ছে। রাস্তাঘাট, স্কুল কলেজ, বিদ্যুৎ, পানি, নদী ভাঙ্গন রোধে ব্লক ফেলাসহ সবধরনের কাজ করা হয়েছে। বর্তমান সরকার গ্রামের মানুষদের শহরের সকল ধরনের সুযোগ সুবিধা প্রদান করার জন্য কাজ করে যাচ্ছে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান মাছুমা বেগম ও আবুল হাসান রিমন, থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভোলা

২ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ