বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
লক্ষ্মীপুর- ৪ রামগতি-কমলনগর আসনের সাবেক এমপি আব্দুল্লাহ আল মামুনের রামগতি উপজেলার নিজ বাড়ীর (বাউন্ডারি ওয়াল) সীমানা প্রাচীর ভেঙে আবু তাহের (৬৫)নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে উপজেলার বড়খেরী ইউনিয়নে এমপির বাড়ীর সামনে।
স্থানীয়রা জানায়,মঙ্গলবার বিকেলে দুইজন পথচারী সাবেক এমপি আব্দুল্লাহ আল মামুনের বাড়ীর সামনে দিয়ে যাচ্ছিলেন।এসময় ব্যাপক বৃষ্টি হচ্ছিলো।হঠাৎ প্রচন্ড ঝড়ের আঘাতে এমপির বাড়ীর দেওয়াল ভেঙে পড়ে তাদের উপর। এতে দুজনের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। অপর পথচারী মারাত্মকভাবে আহত হয়ে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি রয়েছে।
আহত পথচারীর পরিচয় এখনো জানাযায়নি।
এব্যাপারে সাবেক এমপি আব্দুল্লাহ আল মামুন বলেন,বিষয়টি অনাকাঙ্ক্ষিত ভাবে হয়েছে।
আহত ও নিহতদের পরিবারের সাথে আমার যোগাযোগ রয়েছে।
রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ সোলায়মান জানান, গতকাল প্রচুর বৃষ্টি হচ্ছিল- এসময় সাবেক এমপি আব্দুল্লাহ আল মামুনের রামগতির বাসভবনের সীমানা প্রাচীর ভেঙে ওই দুই পথচারীর গায়ে পড়ে এবং ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়, অপরজন গুরুতর আহত হওয়ায় তাকে নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ থানায় অভিযোগ করেনি এবং লাশ ময়নাতদন্ত না হওয়ার জন্য উপজেলা প্রশাসন বরাবর আবেদন করেছে নিহতের পরিবার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।