Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাইঘানীকে নিয়ে সতর্ক বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১ জুন, ২০২১, ১২:০১ এএম

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে ‘ই’ গ্রুপের বাকি তিন ম্যাচকে সামনে রেখে বর্তমানে কাতারের রাজধানী দোহায় রয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেখানে অফিসিয়াল টিম হোটেল ইজদান প্যালেসে অবস্থান করছে লাল-সবুজরা। এই হোটেলে বাংলাদেশ ছাড়াও আছে ভারত এবং আফগানিস্তান দল। দোহায় আগামী ৩ জুন আফগানিস্তানের বিপক্ষে খেলার পর ৭ ও ১৫ জুন বাংলাদেশ খেলবে যথাক্রমে ভারত এবং ওমানের বিপক্ষে। ম্যাচ তিনটিকে সামনে রেখে এখন নিজেদের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ দল। গত দুই দিন বিকালে গরমের মধ্যে মাঠের অনুশীলনে ব্যস্ত সময় পার করেছেন জামাল ভূঁইয়ারা। তবে টানা দুই দিন অনুশীলন করলেও গতকাল বিশ্রামে কাটাচ্ছেন জাতীয় দলের ফুটবলাররা। মাঠে অনুশীলন না করিয়ে ফুটবলারদের শক্তি সঞ্চয়ের সুযোগ করে দিয়েছেন ব্রিটিশ কোচ জেমি ডে। এদিন টিম হোটেলের সুইমিংপুলে সাঁতার ও জিম সেশন করেই দিন পার করেছেন জামাল-তপু বর্মণরা।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে গত শুক্রবার দলের সঙ্গে কাতার যেতে পারেননি বাংলাদেশের ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম। তবে করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসায় কাল সকালে কাতার এয়ারলাইন্সের ফ্লাইটযোগে দোহার উদ্দেশ্যে রওনা হয়ে বিকালে সেখানে পৌঁছেছেন ইব্রাহিম। আজ তিনি দলের সঙ্গে যোগ দিবেন। ইব্রাহিম দোহায় গেলেও দলের আরেক ফরোয়ার্ড মাহবুবুর রহমান সুফিল অবশ্য এখনো যেতে পারেননি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সুফিলের ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা না দিলেও ধারণা করা হচ্ছে তিনি এখনো করোনা নেগেটিভ হতে পারেননি। সুফিল সুস্থ হলে তিনিও কাতারের উদ্দেশ্যে রওনা হবেন।
দোহার টিম হোটেলে সাঁতার ও জিম করে সময় কাটানোর পর কাল জাতীয় দলের অন্যতম সিনিয়র মিডফিল্ডার সোহেল রানা বলেন, ‘আমরা আফগানিস্তান ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছি। তারা ইতোমধ্যে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলেছে। সেই ম্যাচগুলো দেখে আমরা বিশ্লেষণ করছি। তাদের শক্তিমত্তা ও দুর্বলতা চিহ্নিত করে আমাদের কোচ পরিকল্পনা সাজাচ্ছেন।’ ঘরোয়া লিগে ঢাকা আবাহনীতে সোহেল রানা সঙ্গে খেলেন আফগান ডিফেন্ডার মাসিহ সাইঘানী। সেই মাসিহ এবার কাতারের লড়বেন সোহেলদের বিপক্ষে। মাসিহ সম্পর্কে সোহেল বলেন, ‘মাসিহ আফগানিস্তানের হয়ে বাছাইয়ে খেলবে। সে আমাদের সম্পর্কে জানে আমরাও তার সম্পর্কে জানি। আমরা তার বিরুদ্ধে নিজেদের সেরা কৌশলই প্রয়োগ করবো।’
জাতীয় দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার ও বসুন্ধরা কিংসের অধিনায়ক তপু বর্মণ জানান, ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম করোনামুক্ত হয়ে দলের সঙ্গে যোগ দিতে দোহায় এসেছেন। তাকে পেয়ে দলের শক্তি বেড়েছে বলেই মনে করেন জানালেন তপু। তিনি আরও জানান, বাংলাদেশ দলের ভাবনা আপাতত ম্যাচ বাই ম্যাচ। তপু বলেন, ‘আজকে (গতকাল) আমাদের জিম এবং সুইমিংপুলে সেশন হয়েছে, মাঠে অনুশীলন ছিল না। আমার মনে হয় এটা আমাদের রিকভারির জন্য ভালো হবে। সামনে আমাদের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। আমরা ম্যাচ বাই ম্যাচ খেলার চেষ্টা করবো।’ তিনি যোগ করেন, ‘ইব্রাহিম দোহায় এসেছে। আগামীকাল (আজ) সে দলের অনুশীলনে যোগ দিবে। ইব্রাহিম যুক্ত হওয়ায় আমাদের শক্তি বেড়েছে।’ জাতীয় দলের সহকারি ব্রিটিশ কোচ স্টুয়ার্ট ওয়াটকিস বলেন, ‘আজ (গতকাল) খেলোয়াড়দের রিকভারি করা হয়েছে। অনুশীলনের মতো রিকভারিও প্রয়োজন। বিশ্বকাপ বাছাইয়ে বাকি ম্যাচের জন্য আমরা প্রস্তুত হচ্ছি।’
৩ জুন বাংলাদেশ সময় রাত ৮টায় দোহার হামিদ বিন জসিম স্টেডিয়ামে আফগানিস্তানের মোকাবেলা করবে বাংলাদেশ। প্রথম লেগে আফগানরা ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশকে। ফিরতি পর্ব বাংলাদেশে হওয়ার কথা থাকলেও করোনার জন্য সেন্ট্রাল ভেন্যূ কাতারে খেলা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ