Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘূর্ণিঝড় ইয়াসের ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করলেন এমপি শাওন

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ মে, ২০২১, ৭:৫২ পিএম

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, ঘূর্ণিঝড় ইয়াস এর পূর্বে, চলাকালীন ও পরবর্তীতে সরকারের পদক্ষেপ ছিল যথাযথ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের যথাযথ পদক্ষেপের কারণে ঘূর্ণিঝড় ইয়াস মানুষের ক্ষতি করতে পারেনি। ৩১ মে ২০২১ ইং সকালে মঙ্গলসিকদার লঞ্চঘাটে লঞ্চ থেকে নেমেই ক্ষতিগ্রস্ত বেড়ীবাঁধ পরিদর্শন করেন এমপি শাওন। বেড়ীবাঁধ পরিদর্শন শেষে সংক্ষিপ্ত আলোচনায় এসব কথা বলেন তিনি।

এরপর লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের কিশোরগঞ্জ খালের উপর গার্ডার ব্রিজ নির্মাণ কাজ, সাতানী বদিউজ্জামান মাধ্যমিক বিদ্যালয়ের ৫তলা ভিত বিশিষ্ট ৩ তলা ভবন নির্মাণ কাজ, কিশোরগঞ্জ এলাকার রাস্তা পরিদর্শন করে ফরাজগঞ্জ ইউনিয়নস্থ শাওন বাজার পরিদর্শন করেন এমপি শাওন।

এ সময় তিনি বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি ও উন্নয়নের চাকা সচল রাখার জন্য বর্তমান সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ সরকার দেশের মানুষের ভাগ্যোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, যোগাযোগসহ সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য কাজ করছে। এসময় আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভোলা

২ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ