বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইল শহরের রেজিষ্ট্রিপাড়া এলাকায় রেজিষ্ট্রেশনবিহীন, মেয়াদ উর্ত্তীণ ও নকল ওষুধ বিক্রির দায়ে তিন ফামের্সীকে ২ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ সোমবার বিকেলে টাঙ্গাইল র্যাব ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি ৩ এর ভারপ্রাপ্ত কম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো: এরশাদুর রহমান জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল শহরের রেজিষ্ট্রিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে রেজিষ্টেশনবিহীন, মেয়াদ উর্ত্তীণ ও নকল ওষুধ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিনটি প্রতিষ্ঠান মালিককে জরিমানা করা হয়।
টাঙ্গাইলের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মো: খায়রুল ইসলাম জানায়, টাঙ্গাইল শহরে রেজিষ্টেশনবিহীন, মেয়াদ উর্ত্তীণ ও নকল ওষুধ বিক্রির দায়ে মধুবন ফার্মেসী ইউনানীকে ১ লক্ষ টাকা , রিমু-শিমু ঔষধালয়কে ১ লক্ষ টাকা ও কাশেম ফার্মেসীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত ওষুধ গুলো ধ্বংস করা হয়।
এসময় টাঙ্গাইল ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালন মোছা: নার্গীস আক্তার, জেলা প্রশাসন ও র্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।