চরিত্র মানুষের শ্রেষ্ঠতম অলঙ্কার
সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত- মানবজাতি। এ শ্রেষ্ঠত্ব মানুষ তার চরিত্র দিয়ে অর্জন করে নেয়।
প্রঃ গোসলের ফরজ কয়টি?
উঃ গোসলের ফরজ ৩টি ঃ
১. কুলি করা। ২. নাকের ভিতর পর্যন্ত পানি পৌঁছিয়ে পরিষ্কার করা। ৩. সারা শরীর ১ বার ধোয়া।
প্রঃ গোসলের সুন্নত কি কি?
উঃ ১. গোসলের নিয়ত করা। ২. শরীরের কোথাও নাপাকী থাকলে প্রথমেই তা ধুয়ে ফেলা। ৩. ওযু করা। ৪. শরীর ঘষে-মলে পরিষ্কার করা। ৫. সারা শরীর ৩ বার পানি দিয়ে ধোয়া।
প্রঃ তায়াম্মুম কাকে বলে?
উঃ পবিত্রতা অর্জনের জন্য ওযু এবং গোসলের পরিবর্তে পাক মাটি দ্বারা হাত ও মুখম-ল মাসেহ করাকে তায়াম্মুম বলে।
প্রঃ কোন কোন অবস্থায় তায়াম্মুম করা জায়েয?
উঃ ওযু বা গোসলের জন্যে পবিত্র পানি না পাওয়া গেলে। কূপ আছে, কিন্তু পানি উঠানোর আসবাব না থাকলে।
পুকুর বা নদী অন্তত ১ মাইল দূরে হলে। ১ মাইলের ভিতর পুকুর বা নদী আছে, কিন্তু পথে শত্রুর ভয় থাকলে।
পানি ব্যবহার করলে রোগ বৃদ্ধির আশঙ্কা থাকলে।
অথবা নতুন কোন রোগ সৃষ্টির ভয় থাকলে।
প্রঃ তায়াম্মুমের ফরজ কয়টি?
উঃ তায়াম্মুমের ফরজ ৩টি ঃ
১. নিয়ত করা। ২. সমস্ত মুখম-ল মাসেহ করা। ৩. উভয় হাত কনুইসহ মাসেহ করা।
-মুফতী ওয়ালীয়ুর রহমান খান
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।