বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক আটক করেছে।
নেত্রকোণা ব্যটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া গণমাধ্যমকে জানান, গত শুক্রবার গভীর রাতে নেত্রকোণা জেলা কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়নের বিওপির একটি টহলদল টহল দিচ্ছিল। এসময় ভারতীয় সীমান্তবর্তি কালাপানি এলাকা দিয়ে কসমেটিক পাচারকালে বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে। তখন চোরাকারবারিরা মালামাল ফেলে রেখে দৌড়ে সীমান্ত অতিক্রম করে পালিয়ে যায়।
পরে বিজিবি'র জোয়ানরা পাচারকৃত ভারতীয় কসমেটিক
সামগ্রী জব্দ করে। জব্দককৃত কসমেটিক সামগ্রী যার আনুমানিক মূল্য ১৮,৯১,৫৯৫/-(আঠার লক্ষ একান্নব্বই হাজার পাঁচশত পচান্নব্বই) টাকা। পরে আটককৃত কসমেটিক নেত্রকোণা কাষ্টমস অফিসে জমা করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।