Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিন সিনেমার মুক্তির অপেক্ষায় ঐশী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ মে, ২০২১, ১২:০১ এএম

গ্রামীন ফোনের বিজ্ঞাপনের মডেল হিসেবে শোবিজে যাত্রা শুরু হয় জান্নাতুল ফেরদৌস ঐশীর। পরবর্তীতে একের পর এক সিনেমাতে কাজ করা শুরু করেন। এরইমধ্যে তিনটি সিনেমার কাজ শেষ করেছেন। মীর সাব্বিরের পরিচালনায় সরকারী অনুদানের সিনেমা ‘রাত জাগা ফুল’, সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ’র ‘মিশন এক্সট্রিম’ এবং আবু তাওহীদ কিরণের ‘আদম’। সিনেমাগুলোতে তার বিপরীতে নায়ক হিসেবে আাছেন আবু হুমায়রা তানভীর, আরিফিন শুভ ও ইয়াশ রোহান। সিনেমা তিনটির মুক্তির অপেক্ষায় আছেন ঐশী। তিনটি সিনেমা নিয়েই ভীষণ প্রত্যাশা তার। ঐশী বলেন, ‘প্রথম সিনেমায় মীর সাব্বির ভাইয়ের মতো একজন মেধাবী অভিনেতা, নির্মাতার পরিচালনায় অভিনয় করেছি। একজন নির্মাতা হিসেবে সাব্বির ভাই অন্যরকম। অসাধারণ একজন নির্মাতা। সিনেমার গল্প একেবারেই ভিন্ন। তিনি অত্যন্ত যত্ব করে সিনেমাটি নির্মাণ করেছেন। আদম সিনেমায় আমাকে আশির দশকের গ্রামের এক মেয়ের চরিত্রে দেখা যাবে। এই চরিত্রটি ফুটিয়ে তুলতে নির্মাতা অনেক সহযোগিতা করেছেন। মিশন এক্সট্রিমে শহুরে এক মেয়ের চরিত্রে দেখা যাবে। সবমিলিয়ে রাত জাগা ফুল, আদম এবং মিশন এক্সট্রিম তিনটি তিন ঘরানার গল্পের সিনেমা। এখন শুধু অপেক্ষা করছি সিনেমা তিনটি মুক্তির জন্য। এদিকে ঈদের আগে অমিতাভ রেজা চৌধুরীর নির্দেশনায় প্যারাসুটের একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন ঐশী। সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের পড়াশুনায় সহায়তার হাত বাড়িয়ে দিতেই তিনি এই বিজ্ঞাপনে কাজ করেন। বর্তমানে ঐশী ‘প্যারাসুট’, ‘ভিট’ ও ‘বার্জার’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন। বরিশালের নাজির পুরের মাটি ভাঙ্গায় তাদের গ্রামের বাড়ি। ঐশী পড়ছেন রাজধানীর একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ‘পরিবেশ বিজ্ঞান’ বিষয়ে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঐশী

২৫ ফেব্রুয়ারি, ২০২১
১১ জানুয়ারি, ২০২১
২৪ নভেম্বর, ২০১৮

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ