Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঐশীকে ভোট দেয়ার আহ্বান

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

চীনের সানাইয়া শহরে বসেছে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশগ্রহণ করার জন্য জান্নাতুল ফেরদৌস ঐশী এখন সেখানে অবস্থান করছেন। এ প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার জন্য ঐশীর এখন ভোট দরকার। সম্প্রতি এক ভিডিওবার্তায় ঐশী এ কথা জানিয়েছেন। ঐশী সবাইকে অনুরোধ করে বলেন, এ সময়ে আমার অনেক ভোট প্রয়োজন। প্লিজ, আপনারা আমাকে ভোট করুন। ভোট আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওতে ঐশী বলেন, সবার কাছে আমি অনেক কৃতজ্ঞ। আমাকে এত ভালোবাসা দেয়া এবং সমর্থনের জন্য। সোশ্যাল মিডিয়ায় আপনাদের অনেক সমর্থন পাচ্ছি। আমি খুবই খুশি। এবার আরেকটু বেশি সক্রিয় হতে হবে। আমাকে ভোট করতে হবে। তাকে ভোট দেয়ার নিয়মও বালে দিয়েছেন ঐশী। তাকে ভোট করতে মোবস্টার নামে একটি অ্যাপ ডাউনলোড করে সেখানে অ্যাকাউন্ট খুলতে হবে। তারপর তার অ্যাকাউন্টকে ফলো করে তার পোস্টে লাইক-কমেন্ট ও শেয়ার করতে হবে। উল্লেখ্য, আগামী ৮ ডিসেম্বর বিশ্বসুন্দরী প্রতিযোগিতার চুড়ান্ত অনুষ্ঠান হবে।



 

Show all comments
  • Faruque Mahmoud ২৪ নভেম্বর, ২০১৮, ১:১৬ এএম says : 0
    ঐশীর জন্য একটা ইভিএম পাঠিয়ে দেয়া হোক।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঐশী

২৫ ফেব্রুয়ারি, ২০২১
১১ জানুয়ারি, ২০২১
২৪ নভেম্বর, ২০১৮

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ