Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গান নিয়ে ঐশীর ব্যস্ততা

বিনোদন রিপোর্ট : | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

মাসুদ পথিকের ‘মায়া দ্য লস্ট মাদার’ সিনেমায় গান গেয়ে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সঙ্গীতশিল্পী ঐশী। এ নিয়ে ঐশী এবং তার পরিবার উচ্ছ্বসিত। ঐশী বলেন, ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তি নি:সন্দেহে অনেক বড়প্রাপ্তি। দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা। যখন ঘোষনা এলো তখন থেকেই স্বপ্ন দেখা শুরু করি মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে সেই পুরস্কার গ্রহণের। করোনার সার্বিক পরিস্থিতি’র বিবেচনা করে১৭ জানুয়ারি প্রধামন্ত্রী গণভবনে ভার্চুয়ালি উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিবেন। সরাসরি প্রধামন্ত্রীর হাত থেকে এই রাষ্ট্রীয় সম্মাননা গ্রহন করতে পারলে অনেক ভালো লাগতো। কিন্তু কিছু করার নেই। আমাদের সবার মঙ্গলের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত। এদিকে ঐশী স্টেজ ও টেলিভিশনের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত সময় পর করছেন। নিয়মিত অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করছেন। ১২ জানুয়ারি তিনি ফজলুল কবির তুহিন পরিচালিত ‘গাঙকুমারী’ সিনেমার একটি গানে কন্ঠ দেবেন। ১৪ জানুয়ারি এটিএন বাংলায় ‘মিউজিক লাউঞ্জ’ অনুষ্ঠানে সরাসরি গাইবেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন বাপ্পা মজুমদার। আগামী মার্চ মাসে ঐশী এম এ সমরিতা মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে এমবিবিএস ফাইনাল পরীক্ষায় অংশ নিবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঐশী

২৫ ফেব্রুয়ারি, ২০২১
১১ জানুয়ারি, ২০২১
২৪ নভেম্বর, ২০১৮

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ