Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

পরিবার ও শিক্ষকদের পুরস্কার উৎসর্গ করলেন ঐশী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০২০, ১২:০৩ এএম

২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে প্রথমবারের মতো শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন ফাতিমা তুয যাহরা ঐশী। মাসুদ পথিক পরিচালিত ‘মায়া দ্য লস্ট মাদার’ সিনেমায় ‘মায়ারে’ গানটির জন্য শ্রেষ্ঠ গায়িকা হিসেবে পুরস্কার পেয়েছেন তিনি। গানটি লিখেছেন সিনেমার পরিচালক মাসুদ পথিক এবং সুর সঙ্গীত করেছেন একই সিনেমার জন্য পুরস্কারপ্রাপ্ত সুরকার ইমন চৌধুরী। জীবনে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তিতে ঐশী বলেন, ‘পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানানোর সময় কিংবা সুযোগ আসলে হয়েই উঠেনা। কিন্তু প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ায় আমি আমার পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার বাবা মা এবং আমার ছোট দুই ভাই ঈশিক এবং ইয়াশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি গভীর শ্রদ্ধা নিয়ে স্মরণ করছি আমার গানের শিক্ষক, মো: শরীফ স্যার, হাফিজ উদ্দিন বাহার স্যার, সুজিত মোস্তফা স্যার এবং আমার শিক্ষক প্রয়াত শহীদ স্যার। তাদের কাছে আমি ঋনী, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। অবশ্যই আমার ভক্ত, শ্রোতা দর্শকের প্রতিও আন্তরিকভাবে কৃতজ্ঞ। সবসময় যারা আমাকে দিয়ে গান গাওয়ার ব্যাপারে অনুপ্রেরণা দিয়েছেন, গান গাইয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞ। ধন্যবাদ সিনেমার পরিচালক মাসুদ পথিক ভাইকে আমাকে এই গানটি গাইবার সুযোগ করে দেবার জন্য। আমি আমার পরিবার এবং আমার সকল শিক্ষককে আমার এই পুরস্কার উৎসর্গ করলাম।’ ঐশী জানান, এরইমধ্যে ‘মুক্তি’ নামে নতুন একটি সিনেমায় এবং আজাদ আবুল কালামের একটি সিনেমায় নতুন দুটি গান গেয়েছেন। নতুন গানগুলো নিয়ে তিনি আশাবাদী। এছাড়া তিনি আহমেদ রব্বানীর লেখা ও সুরে ‘মানব গাড়ি’ শিরোনামের একটি গান গেয়েছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঐশী

২৫ ফেব্রুয়ারি, ২০২১
১১ জানুয়ারি, ২০২১
২৪ নভেম্বর, ২০১৮

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ