Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ক্ষেপণাস্ত্র উন্নয়নের দিকে ঝুঁকছে ইরান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ মে, ২০২১, ১২:০১ এএম

বিদেশি শক্তি মোকাবিলা এবং নিজেদের নিরাপত্তার স্বার্থে ইরান এখন ক্ষেপণাস্ত্র উন্নয়নের দিকে ঝুঁকছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, ক্ষেপণাস্ত্র শক্তিকে এগিয়ে নেওয়ার বিষয়টিকে এখন তেহরান সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। খবর তাসনিম নিউজের। ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতিবিষয়ক সংসদীয় কমিটির সদস্যদের সঙ্গে মঙ্গলবার রাজধানী তেহরানে এক বৈঠকে এ মন্তব্য করেন জেনারেল আমির হাতামি। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশটির সামরিক খাতে অর্জিত সাফল্য নিয়ে আয়োজিত এক প্রদর্শনী ঘুরে দেখার পর জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতিবিষয়ক সংসদীয় কমিটির সদস্যদের সঙ্গে মন্ত্রীর বৈঠক হয়। জেনারেল হাতামি জানান, ভ‚মি থেকে ভ‚মিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র তৈরির ক্ষেত্রে দেশের ক্ষেপণাস্ত্রব্যবস্থা বিরাট সফল্য অর্জন করেছে। এ ছাড়া ট্যাংক ও সাঁজোয়াযান বিধ্বংসী রকেট তৈরিতেও ইরান বড় রকমের সফলতা পেয়েছে। এতে দেশের স্থলযুদ্ধের শক্তি বেড়েছে অনেকগুণ। সা¤প্রতিক বছরগুলোতে ইরান ক্ষেপণাস্ত্র উৎপাদনের স্থাপনাগুলোকে উন্নত করেছে এবং প্রতিপক্ষের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। এ ছাড়া ২০২০ সালের জানুয়ারিতে ইরানি সামরিক বাহিনী ইরাকে মার্কিন নিয়ন্ত্রিত দুটি ঘাঁটিতে সফলভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তাসনিম নিউজ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ