Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেলারুশের বিমানের বিরুদ্ধে ইইউ’র নিষেধাজ্ঞা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ মে, ২০২১, ১২:০২ এএম

বেলারুশের বিমানগুলোর জন্য ইউরোপের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিতে একমত হয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। রোববার একটি বিমানের গতিপথ পরিবর্তন করিয়ে রাজধানী মিনস্কে অবতরণ করায় বেলারুশ সরকার। এরপর ওই বিমানে থাকা ভিন্নমতাবলম্বী সাংবাদিক রোমান প্রোতাসেভিচকে (২৬) গ্রেফতার করে। এ ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে। এর প্রেক্ষিতে ২৭ জাতির ইউরোপিয়ান ইউনিয়নের নেতারা ব্রাসেলসে জরুরি বৈঠকে মিলিত হন সোমবার এবং প্রতিশ্রুতি ব্যক্ত করেন- বেলারুশের বিরুদ্ধে আরো অর্থনৈতিক অবরোধ দেয়া হবে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। উল্লেখ্য, সাংবাদিক রোমান প্রোতাসেভিচ গ্রিস থেকে রায়ানএয়ারের একটি ফ্লাইটে করে লিথুয়ানিয়ায় যাচ্ছিলেন। কিন্তু বিমানটি বেলারুশের আকাশসীমায় পৌঁছার পর যুদ্ধবিমান দিয়ে তার গতিপথ পরিবর্তন করে রাজধানী মিনস্কে অবতরণ করায় বেলারুশ সরকার। এরপর সাংবাদিক রোমান প্রোতাসেভিচকে গ্রেফতার করে প্রায় ৫ ঘন্টা পর বিমানটিকে ছেড়ে দেয়। ফলে নির্ধারিত সময়ের ৬ ঘন্টা পরে তা গন্তব্যে পৌঁছে। বিবিসি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বেলারুশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ