বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কক্সবাজারের মহেশখালীর খালের সংযোগ ব্রিজ ভেঙে একটি মালবাহী ট্রাক খালে পড়ে যায়। গতকাল সোমবার সকাল ৭টায় উপজেলার গোরকঘাটা-শাপলাপুর প্রধান সড়কে ছোট মহেশখালী এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে একটি মালবাহী ট্রাক ওই ব্রিজ পার হয়ে মহেশখালীর গোরকঘাটা যাওয়ার সময় বিকট শব্দে ব্রিজটি ধসে পড়ে। তবে এতে কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায় নি। ঘটনার পর থেকে মালবাহী ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে। এদিকে ব্রিজটি মালবাহী ট্রাকসহ ধসে যাওয়ায় শাপলাপুর ইউনিয়নের সঙ্গে মহেশখালী উপজেলা সদরের সড়কে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মো. তারেকুল ইসলাম জানান, এই ব্রিজের আশপাশে ছড়া ও খাল থেকে স্থানীয় কতিপয় অসাধু বালু ব্যবসায়ী বালু উত্তোলন করার কারণে ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল।
কোন ধরনের পদক্ষেপ না নেওয়ায় অবশেষে মালবাহী ট্রাক ধসে পড়ে গেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মহেশখালী উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে জানান, ব্রিজটি নানা প্রাকৃতিক কারণে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল এবং ভারী যানবাহন চলাচল সম্পূর্ণ নিষেধ ছিল। অধিক ধারণ ক্ষমতার ট্রাক চলাচলের কারণে ব্রিজটি ভেঙে যায়। সেখানে নতুন ব্রিজ স্থাপনের জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। দ্রুত নতুন ব্রিজের কাজ শুরু করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।