গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
‘ক্লিন সিটি, ক্লিন বাংলাদেশ’- এ স্লোগানকে সামনে রেখে গতকাল সকাল ১০টায় রাজধানীর ফার্মগেটে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ঢাউসিক) এর প্যানেল মেয়র মোঃ ওসমান গনি ফুট ওভারব্রিজ ও আন্ডারপাস পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং এগুলো ব্যবহারে নগরবাসীকে উদ্বুদ্ধকরণ কার্যক্রমের উদ্বোধন করেন। স্কাউট ও ঢাউসিক কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে ঢাউসিক এর আওতাধীন ৪৯টি ফুট ওভার ব্রিজ ও ২টি আন্ডারপাস সংলগ্ন এলাকায় এ উদ্বুদ্ধকরণ কার্যক্রম অনুষ্ঠিত হবে। প্রতিটি ফুট ওভার ব্রিজ এবং আন্ডারপাসে ২০জন স্কাউট/রোভার স্কাউট, ২ জন স্কাউট সুপারভাইজার ও ৭ জন ঢাউসিক কর্মকর্তা-কর্মচারীর মাধ্যমে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। উদ্বুদ্ধকরণ কার্যক্রম প্রথম পর্যায়ে পরপর ৩ শনিবার অর্থাৎ ২৮ এপ্রিল, ৫ মে, ও ১২ মে বাস্তবায়ন করা হবে।
উল্লেখ্য উদ্বুদ্ধকরণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য গত ২০ এপ্রিল ঢাউসিক এর ৪টি ভেন্যুতে মোট ৯০০ জন স্কাউট/রোভার স্কাউটকে ওরিয়েন্টেশন দেয়া হয়। উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ওয়ার্ড কাউন্সিলর ফরিদুর রহমান ইরান, শামীম হাসান, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর শামীমা রহমান, বাংলাদেশ স্কাউটের ভারপ্রাপ্ত প্রধান জাতীয় কমিশনার মোঃ মাহফুজুর রহমান, ঢাউসিক ও বাংলাদেশ স্কাউটের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।