Inqilab Logo

বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্পিডব্রেকার ও ফুটওভার ব্রিজ চাই

| প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

স্বাধীন বাংলাদেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি কুষ্টিয়া-ঝিনাইদহ জেলার মাঝামাঝি কুষ্টিয়া-খুলনা মহাসড়কের পাশে অবস্থিত। এই মহাসড়কটি ব্যস্ততম মহাসড়কগুলোর মধ্যে অন্যতম। সারাক্ষণ যানবাহনের ব্যস্ততার কারণে শিক্ষার্থীদের রাস্তা পারাপারে ভোগান্তিতে পড়তে হয়, দুর্ঘটনার আশঙ্কা তো থাকেই। প্রধান ফটকের সামনে মহাসড়কের একপাশে স্পিডব্রেকার থাকলেও সেটা ক্ষয়ে গেছে। ফলে এটি এখন আর পুরোপুরি কার্যকর নয়। সম্প্রতি বিশ্ববিদ্যালয় এলাকার অংশে সড়কে একটা নির্দিষ্ট গতিসীমা লিখে দেওয়া হয়েছে। কিন্তু সেটা শুধুমাত্র ওই লেখা পর্যন্তই সীমাবদ্ধ। চালকরা তাদের ইচ্ছামত গতিতে গাড়ি চালিয়ে চলে যায়। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সড়কের দুপাশে স্পিডব্রেকার এবং একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা শিক্ষার্থীদের বহুদিনের দাবি। কিন্তু এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মৌন ভূমিকা পালন করতে দেখা যায়। তাই সড়ক দুর্ঘটনায় কোনো প্রাণ হারানোর পূর্বেই শিক্ষার্থীদের উক্ত দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি।
মনিকান্ত বিশ্বাস
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্পিডব্রেকার ও ফুটওভার ব্রিজ চাই
আরও পড়ুন