বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
এই সুন্দর পৃথিবীর মায়া ত্যাগ করে চিরতরে বিদায় নিলেন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত ময়মনসিংহের ফুলপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এটিএম রবিউল করিমের ভাতিজা এটিএম রাইসূল করিম (১৮)। এ,টি,এম রাইসূল করীমের নামাজে জানাযা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার (১৯ মে) বাদ জোহর কাড়াহা গ্রামের নিজ বাড়িতে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের অনেক আগে থেকেই মুসল্লীরা নামাজে জানাযায় অংশ নেয়ার জন্য আসতে থাকে। জানাযা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাযার নামাজে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ সর্বস্তরের লোকজন অংশ নেন।
উল্লেখ্য, ফুলপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এটিএম রবিউল করিমের ভাতিজা এটিএম রাইসূল করিম"(১৮) গত ১২ মে বেপরোয়া মাইক্রোবাসের ওভারটেকে সামনা-সামনি ধাক্কায় রিকশা থেকে ছিটকে পড়ে গিয়ে মাথায় ভীষণ আঘাত পায। পরে তাকে ফুলপুর হাসপাতাল হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান হতে ১৩ মে' ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়েছিল। সেখানে চিকিৎসারত অবস্থায় মঙ্গলবার (১৮ মে) রাত ৯:৪৫ টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিভিন্ন মহল থেকে তার রূহের মাগফিরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।