চরিত্র মানুষের শ্রেষ্ঠতম অলঙ্কার
সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত- মানবজাতি। এ শ্রেষ্ঠত্ব মানুষ তার চরিত্র দিয়ে অর্জন করে নেয়।
প্রঃ ওযুর সুন্নত কয়টি ও কি কি?
উঃ ওযুর মধ্যে ১৮টি সুন্নত ঃ
১. নিয়ত করা। ২. ওযুর শুরুতে উভয় হাত কব্জিসহ ধোয়া। ৩. বিসমিল্লাহ পড়া। ৪. মিসওয়াক করা। ৫. তিনবার কুলি করা। ৬. তিনবার নাকে পানি দিয়ে পরিষ্কার করা। ৭. ঘন দাড়িতে খিলাল করা।
৮. হাত-পায়ের আঙ্গুলসমূহ খিলাল করা ৯. ফরজ ও সুন্নত কাজগুলো তিনবার করে করা। ১০. সম্পূর্ণ মাথা মাসেহ করা। ১১. উভয় কান মাসেহ করা। ১২. অঙ্গসমূহ হাত লাগিয়ে ভালো করে ধোয়া।
১৩. এক অঙ্গ ধোয়ার পর দেরি না করে অন্য অঙ্গ ধোয়া। ১৪. ধারাবাহিকতা বজায় রাখা। ১৫. প্রত্যেক অঙ্গ ডান দিক থেকে আরম্ভ করা ১৬. হাত ও পা আঙ্গুলের দিক থেকে ধোয়া আরম্ভ করা।
১৭. মাথা মাসেহ সামনের দিক হতে আরম্ভ করা। ১৮. গর্দান মাসেহ করা।
প্রঃ ওযু ভঙ্গের কারণগুলো কি?
উঃ ১. পেশাব-পায়খানার রাস্তা দিয়ে কোন কিছু বের হওয়া। ২. শরীরের কোন স্থান দিয়ে রক্ত বা পুঁজ বের হয়ে গড়িয়ে পড়া। ৩. মুখ ভরে কমি হওয়া। ৪. শুয়ে বা হেলান দিয়ে নিদ্রা যাওয়া। ৫. নেশাগ্রস্ত হওয়া। ৬. পাগল হওয়া। ৭. অজ্ঞান হওয়া। ৮. রুকু-সিজদাহ বিশিষ্ট নামাজ উচ্চ স্বরে হেসে ফেলা।
-মুফতী ওয়ালীয়ুর রহমান খান
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।