বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনাভাইরাস সংক্রমণ রোধে চলমান লকডাউনের (বিধিনিষেধ) অমান্য করে বগুড়া-নাটোর মহাসড়কে গণপরিবহন চলাচল করায় জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার দুপুরে কুন্দারহাট হাইওয়ে থানার সামনে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ৩টি যাত্রীবাহী বাস ও ১টি যাত্রীবাহী ট্রাক আটকের পর অর্থদন্ড করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুল ইসলাম।
পরে যাত্রী নামিয়ে বাস-ট্রাক ছেড়ে দেওয়া হয়। কুন্দারহাট হাইওয়ে থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, লকডাউন চলাকালে যাত্রীবহন করায় সিংড়া এন্টারপ্রাইজের ১টি বাস, মিজান এন্টারপ্রাইজের ২টি বাসের প্রত্যেককে ৫শ টাকা করে অর্থদন্ড করা হয়। এছাড়া যাত্রীবহন করায় একটি ট্রাক ড্রাইভারের ১ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।