Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেট জেলা মহিলা দল নেত্রীর স্বামী, শীর্ষ সন্ত্রাসী জাকিরকে বিদেশী রিভলবার ও হিরোইন সহ আটক করেছে র‌্যাব

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৩ মে, ২০২১, ৫:০০ পিএম

সিলেটে যুবলীগের এক নেতা ও র্শীষ সন্ত্রাসী জাকিরুল আলম জাকিরকে বিদেশী রিভলবার, ২ রাউন্ড গুলি ও হিরোইন সহ গ্রেফতার করেছে র‌্যাব-৯। সে জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ফাহিমা কুমকুমের স্বামী। গ্রেফতারকৃত জাকির মোগলাবাজার থানাধীন কুচাই এলাকার সাজ্জাদ আলীর পূত্র। আজ সোমবার (৩ মে) দুপুরে বিমানবন্দর থানা পুলিশ তাকে অস্ত্র ও মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। এর আগে রবিবার (২মে) রাতে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল বিমানবন্দর থানাধীন মালনীছড়া এলাকা থেকে গ্রেফতার করে তাকে। বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৯ এর এএসপি ওবাইন। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে তার কাছ থেকে বিদেশী রিভলবার, ২টি গুলি ও ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত জাকিরের বিরুদ্ধে অপরাধমুলক কর্মকান্ডের ব্যাপক অভিযোগ রয়েছে আইনশৃংখলা বাহিনীর কাছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ