Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছেলের ইটের আঘাতে প্রাণ গেল মায়ের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ মে, ২০২১, ২:৪৮ পিএম

রাজধানী যাত্রাবাড়ীর কাজলা উত্তরপাড়া এলাকায় ছেলের ইটের আঘাতে প্রাণ হারিয়েছেন পারভীন আক্তার (৪৫) নামের এক নারী। শুক্রবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের ছোট মেয়ে ঝর্না আক্তার বলেন, ‘রাতে আমার সাড়ে তিন বছর বয়সী ছোট ভাই ভাত খাওয়ার জন্য চিৎকার করছিল। এসময় মা তাকে একটা থাপ্পর মারেন। এ নিয়ে আমার বড় ভাই সজিব আহম্মেদের সঙ্গে ময়ের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বড় ভাই ইট দিয়ে মায়ের মাথায় একাধিক আঘাত করলে মা মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক মাকে মৃত ঘোষণা করেন।’

ঝর্না আক্তার জানান, তাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া থানার আড়ালিয়া গ্রামে। তার বাবার নাম লিটন মিয়া। তিনি বাস মেরামতের কাজ করেন। বর্তমানে তারা যাত্রাবাড়ী কাজলা উত্তর পাড়া এলাকায় ভাড়া থাকেন। তারা চার ভাই-বোন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ