Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশালে লক্ষাধিক মুসুল্লীর অংশ গ্রহনে জেলা পর্যায়ের ৩দিনে ইজেতমা শুরু

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৪৮ পিএম

লক্ষাধিক মুসুল্লীর অংশ গ্রহনে বরিশাল মহানগরীর সরদার পাড়া এলাকায় শুরু হয়েছে তাবলিগ জামাতের ৩ দিনের জেলা পর্যয়ের ইজেতেমা। দিল্লীর হজরত মাওলানা সাদ আহমদের অনুসারী তাবলিগ গ্রুপের এ ইজতেমায় বরিশাল জেলা ও মহানগরী সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক মুসুল্লী অংশ নিয়েছেন।

নগরীর নবগ্রাম রোডের সরদার পাড়া এলাকার বিশাল ময়দান যুড়ে এ ইজেতেমায় অংশ গ্রহনকারীদের জন্য সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে। শুক্রবার এ ময়দানেই বিশাল জামাতে মুসুল্লীয়াগন জুমার নামাজ আদায় করবেন বলে আশা করা হচ্ছে। এ নামাজেও দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক মুসুল্লী অংশ নেবেন বলে আশা করছেন সকলে।
শণিবার দুপুর ১২টার পরে আখেরী মোনাজাতের মাধ্যমে ৩ দিনের বরিশাল জেলা পর্যায়ের ইজেতমার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে বলে জানিয়েছেন উদ্যোক্তাগন।
আখেরী মোনাজাত শেষে জোহরের নামাজের বিশাল জামাতেও লক্ষ লক্ষ মুসুল্লী অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ