বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব বাজার মনিটরিং করে ১৭ হাজার ৪শত টাকা জরিমানা করা হয়েছে। মাস্ক না পড়া, বাজারের মুদি, তরমুজ এর দোকানে অতিরিক্ত মূল্য ও ঔষধের দোকানে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষন ও বিক্রি করার অপরাধে বাংলাদেশ দন্ডবিধি ও ভোক্তা অধিকার সংরক্ষন আইনের বিভিন্ন ধারায় ৬টি মামলায় ৬জনকে জরিমানা করা হয়েছে।
২৯ এপ্রিল(বৃহস্পতিবার) মতলব বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেনির ম্যাজিষ্ট্রেট ফাহমিদা হক।
এ সময় সঙ্গে ছিলেন মতলব দক্ষিণ থানার এসআই মোঃ হেলাল উদ্দিন, প্রসিকিউটর স্যানিটারি ইন্সপেক্টর জিএম খোরশেদ আলমসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, বাজারে নকল, অবৈধ ও মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রয়ের জন্য দোকানে সংরক্ষণ করায় ও বিভিন্ন আইনে ৬ টি ভিন্ন ভিন্ন মামলায় ৬ জনকে ভ্রাম্যমাণ আদালতে ১৭ হাজার ৪শত টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং ভবিষ্যতে আরও সচেতন ও সততার সাথে ব্যবসা পরিচালনা করার পরামর্শ প্রদান করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।