বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনায় আক্রান্ত হয়ে ফরিদা পারভীন পপি (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বুধবার (২৮ এপ্রিল) ভোর ৪টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ফরিদা পারভীন ঈশ্বরদীর বাঘইল পূর্বপাড়া এলাকার প্রাক্তন স্কুল শিক্ষক দুলাল গাজী রাজার সহধর্মীনি।
স্থানীয় বাসিন্দা চান্নু সরদার জানান, ফরিদা পারভীন তাঁর এক নিকট আত্মীয়র চিকিৎসা করাতে ঢাকা গিয়েছিলেন। সেখানে থেকে ১৪ এপ্রিল তিনি বাঘইল নিজ বাড়িতে ফিরে শরীরে জ্বর অনুভব করেন। তাকে করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজেটিভ আসে। এরপর তাঁর শারীরিক অবস্থার অবণতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর ৪টায় তাঁর মৃত্যু হয়।
বুধবার বাদ জোহর (দুপুর ২টায়) বাঘইল কেন্দ্রীয় কবরস্থানে স্বাস্থ্যবিধি মেনে তার মরদেহ দাফন করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।