বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নোয়াখালী জেলা শহরসহ বিভিন্ন সড়কে যানবাহনের প্রচুর ভিড় দেখা গেছে। দোকান-পাট ও শপিংমল গুলোতে মাস্ক ফরে প্রবেশ করলেও ভিতরে গিয়ে গাদাগাদি করে ভিড় করতে দেখা গেছে। এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ও চলমান লকডাউন কার্যকর করতে চলমান অভিযানের অংশ হিসেবে নোয়াখালীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। এসময় সরকারি নিষেধ অমান্য ও স্বাস্থ্যবিধি না মানায় ৩৪টি ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
বুধবার সকালে জেলা শহরের কয়েকটি মার্কেট ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে ও সরকারি নির্দেশনা নিশ্চিত করতে বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় স্বাস্থ্য বিধি না মানায় ও সরকারি নির্দেশ অমান্য করায় ৩৪টি মামলায় ১৮হাজার ৩০০টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অবাহত থাকবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।