মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রে পুলিশ হেফাজতে মারা যাওয়া কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যাকান্ডের প্রধান আসামি মিনিয়াপলিস শহরের বরখাস্তকৃত পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিনের বিরুদ্ধে আরোপিত সবগুলো অভিযোগ প্রমাণিত হয়েছে। পাশাপাশি নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন তিনি। মঙ্গলবার হেনেপিন কাউন্টি আদালতে এ রায় পড়ে শোনান জুরি বোর্ডের বিচারকরা। রায়ের পরপরই জুরিদের ধন্যবাদ জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বুধবার এ খবর প্রকাশ করেছে সিএনএন। এক টুইট বার্তায় বারাক ওবামা বলেন, আজ, জুরি সঠিক কাজ করেছে। তবে সত্য ও ন্যায়বিচারের জন্য আরো অনেক কিছু প্রয়োজন। ফ্লয়েডের পরিবারের প্রতি আমি এবং মিশেল ওবামা আমাদের আশির্বাদ পাঠাচ্ছি। এবং আমরা ওই সকল লোকদের পাশে দাঁড়াচ্ছি যারা ন্যায়বিচারের জন্য লড়াই করে যাচ্ছেন। টুইটে একটি বিবৃতিও জুড়ে দিয়েছেন। সেখানে তিনি বলেন, কৃষ্ণাঙ্গ আমেরিকানদের সাথে প্রতিদিন যে আচরণ করা হয় সেটির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের সত্য ও ন্যায়বিচারের প্রয়োজন। আমাদের লক্ষ লক্ষ বন্ধু, পরিবার এবং সহকর্মী এই ভয়ে বাস করে যে আইন প্রয়োগের ফলে তাদের পরবর্তী কোনো ঘটনার যেন মুখোমুখি না হতে হয় এবং এটাই যেন শেষ হয়। এবং এটি আমাদের মাঝেমধ্যে কৃতজ্ঞতাপ‚র্ণ, প্রায়শই কঠিন, তবে সবসময় মহান আমেরিকা তৈরির প্রতি আরো বিশ্বাসী করে তোলে। সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।