Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

প্রকাশের এক মাসেই ওবামার বইয়ের বিক্রি ৩৩ লাখ ছাড়াল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০২০, ১২:০৬ এএম

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আত্মজীবনীম‚লক বই ‘এ প্রমিজড ল্যান্ড’ প্রকাশ হয়েছে এক মাস আগে। এরই মধ্যে এটি সর্বাধিক বিক্রীত প্রেসিডেনশিয়াল বইয়ের আখ্যা পেয়েছে। বইটির প্রকাশনা সংস্থা ক্রাউন-এর বরাত দিয়ে বার্তা সংস্থা এপি’র প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও কানাডায় ‘এ প্রমিজড ল্যান্ড’-এর ৩৩ লাখ কপি বিক্রি হয়ে গেছে। বইটির প্রথম সংস্করণে ৩৪ লাখ কপি ছাপিয়েছেন প্রকাশক পেঙ্গুইন র্যানডম হাউসি। এর মধ্যে গত ১৭ নভেম্বর প্রকাশের প্রথম দিনেই শুধু যুক্তরাষ্ট্র ও কানাডায় বইটির প্রায় ৮ লাখ ৯০ হাজার কপি বিক্রি হয়ে যায়। এর আগে যুক্তরাষ্ট্রের আরেক সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের আত্মজীবনীম‚লক বই ‘মাই লাইফ’ বিক্রি হয়েছে ৩৫ লাখ কপি এবং জর্জ ডবিøউ বুশের ‘ডিসিশন পয়েন্টস’ ৪০ লাখ কপি বিক্রি হয়েছে। ১৮৮০ সালে যুক্তরাষ্ট্রের ১৮তম প্রেসিডেন্ট ইউলিসিস এস. গ্রান্ট-এর ‘পারসোনাল মেমোরিস অব ইউলিসিস গ্রান্ট’ যখন প্রকাশ হয়, তখন ঝটপট ১ লাখ কপি বিক্রি হয়ে যায় বইটি। পরে আর বইটির মোট বিক্রির পরিমাণ জানা যায়নি। দুই খন্ডের ‘এ প্রমিজড ল্যান্ড’ বইটিতে ২০০৮ সালের নির্বাচনসহ বারাক ওবামার প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালীন অনেক তথ্য রয়েছে। তার পরবর্তী বই প্রকাশের নির্দিষ্ট কোনো তারিখ এখনো ঠিক করা হয়নি। প্রেসিডেন্ট হওয়ার আগে প্রকাশিত তার ‘ড্রিমস ফ্রম মাই ফাদার’ ও ‘দ্য অডাসিটি অব হোপ’ লক্ষাধিক বিক্রি হয়েছিল। এছাড়া তিনি শিশুদের জন্য ‘অব দ্য আই সিং’ নামে একটি বই লিখেছেন। যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামাও স্মৃতিকথা প্রকাশ করেন, যা পাঁচ মাসের মধ্যে এক কোটিরও বেশি কপি বিক্রি হয়ে যায়। এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওবামা

২ নভেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ