Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্প করোনার হট জোনে পরিণত করেছেন : ওবামা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে হোয়াইট হাউজকে করোনার হট জোনে পরিণত করার অভিযোগ এনেছেন তার প‚র্বস‚রি বারাক ওবামা। মঙ্গলবার অরল্যান্ডোতে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেনের নির্বাচনি প্রচারণায় অংশ নিয়ে তিনি এমন অভিযোগ করেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন। বারাক ওবামা বলেন, এই দেশে দুই লাখ ২৫ হাজারেরও বেশি মানুষ মারা গেছে। বন্ধ হয়ে গেছে আরও লক্ষাধিক ছোট ব্যবসা। ভাবুন! শুধু এক ফ্লোরিডাতেই পাঁচ লক্ষাধিক মানুষের চাকরি গেছে। ওবামা বলেন, এসব নিয়ে ভাবার পরিবর্তে উল্টো সংবাদমাধ্যমে করোনার কাভারেজ দেখে ট্রাম্পের ঈর্ষা হচ্ছে। তিনি সমাবেশ করে বলছেন লোকজন কোভিড নিয়ে বেশি চিন্তা করছে। কিন্তু শুরুতেই যদি তিনি এটি মোকাবিলার ওপর জোর দিতেন তাহলে যুক্তরাষ্ট্রে করোনার রেকর্ড তৈরি হতো না। এমন সময়ে করোনা পরিস্থিতি নিয়ে ট্রাম্পকে আক্রমণ করলেন ওবামা যখন করোনা ইস্যুতে দৃশ্যত আত্মসমর্পণ করেছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্পের জ্যেষ্ঠ সহযোগী ও হোয়াইট হাউজের চিফ অব স্টাফ মার্ক মিডোস স্বীকার করেছেন, ভ্যাকসিন বা থেরাপি ছাড়া যুক্তরাষ্ট্রে করোনা মহামারি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে মিডোস দাবি করেছেন, একমাত্র ভ্যাকসিন ও থেরাপির মাধ্যমেই করোনাকে পরাজিত করা সম্ভব। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ৯ দিন আগেও যখন করোনার প্রকোপ বেড়ে চলেছে, তখনই এমন স্বীকারোক্তি দিলেন ট্রাম্পের এ সহযোগী। এমন পরিস্থিতিতেই মঙ্গলবার ট্রাম্পের বিরুদ্ধে হোয়াইট হাউজকে করোনার হট জোনে পরিণত করার অভিযোগ করেন ওবামা। সিএনএন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওবামা

২ নভেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ