Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওবামার ড্রিমার্স পুনর্বহালের নির্দেশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০২০, ১২:০৩ এএম

বৈধ কাগজপত্র ছাড়া অপ্রাপ্তবয়স্ক অবস্থায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে এমন অভিবাসীদের রক্ষায় ওবামা আমলের প্রকল্প পুর্নবহালের নির্দেশ দিয়েছে দেশটির একটি আদালত। শুক্রবার প্রদত্ত এই রায় বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ওপর শেষ আঘাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ২০১২ সালে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ‘ডেফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভালস’ (ডিএসিএ) প্রকল্পটি চালু হয়েছিল। এতে আট লাখ ওই তরুণ-তরুণীকে যুক্তরাষ্ট্রে অস্থায়ীভাবে থাকা ও কাজের সুযোগ দেওয়া হয়েছিল। বাবা-মায়ের সঙ্গে বৈধ কাগজপত্র ছাড়া যুক্তরাষ্ট্রে যাওয়া এ অনিবন্ধিতরা ‘ড্রিমার্স’ নামে পরিচিত। প্রেসিডেন্ট হওয়ার পর ২০১৭ সালে ডোনাল্ড ট্রাম্প অভিবাসন সংকোচন কর্মস‚চির অংশ হিসেবে এই প্রকল্প বাতিলের সিদ্ধান্ত নেন। পরবর্তীতে তার পদক্ষেপের বিরুদ্ধে অভিবাসী গ্রুপগুলো একাধিক মামলা দায়ের করে। ব্রুকলিন জেলা ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক নিকোলাস জি গারাউফিস ডিএসিএ প্রকল্পের আওতায় নতুন যোগ্য অভিবাসীদের আবেদন গ্রহণের নির্দেশ দিয়েছেন। এর আগে হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর থেকে ডিএসিএ কর্মসূচিতে আবেদনকারীদের কাজের অনুমতির মেয়াদ কমিয়ে এক বছর করেছিল। বিচারক সেটি বাড়িয়ে দুই বছর করার নির্দেশ দিয়েছেন। বিল ক্লিনটনের আমলে নিয়োগ পাওয়া গারাউফিস বলেছেন, এই প্রকল্পের আওতায় যেসব যোগ্য অভিবাসী ছিল তাদের সবার সঙ্গে সরকারকে যোগাযোগ করে এই পরিবর্তনের কথা জানাতে হবে। এছাড়া সোমবারের মধ্যে সংশ্লিষ্ট ওয়েবসাইটে এই পরিবর্তনের ঘোষণাও দিতে হবে। ডিএসিএ পুর্নবহালের পক্ষের আইনজীবীরা জানিয়েছেন, এর ফলে আবেদন করে অপেক্ষমাণ প্রায় তিন লাখ অভিবাসী বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন। তারা এই রায়ে সন্তোষ প্রকাশ করে জানিয়েছেন, করোনার মহামারি ও বৈশ্বিক অর্থনৈতিক মন্দার সময় এই রায় একটি অরক্ষিত গোষ্ঠীকে কিছুটা স্থিতিশীলতা দিল। এই আইনজীবীদের একজন ক্যারেন টামলিন। তিনি জাস্টিস অ্যাকশন সেন্টার নামে একটি প্রতিষ্ঠানের পরিচালক। নিউইয়র্ক টাইমসকে ক্যারেন বলেছেন, ‘ডিএসিএর সুবিধা পাওয়া ও তরুণ অভিবাসীদের জন্য এটি একটি বিশেষ দিন। নিউইয়র্ক টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওবামার-ড্রিমার্স
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ