Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আত্মতুষ্টিতে না ভোগার জন্য বাইডেন সমর্থকদের সতর্ক

ট্রাম্প ক্রেজি আঙ্কেল, শব্দের মারপ্যাঁচে জমে থাকা ক্ষোভ উগড়ে দিলেন ওবামা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০২০, ১২:০২ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে ডেমোক্র্যাট দল এবং রিপাবলিকান দল তুমুল প্রচারণা চালাচ্ছে। চলতি বছরের নির্বাচনের দ্বিতীয়বারের মতো অংশ নিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নির্বাচনে তার প্রতিদ্ব›দ্বী ডেমোক্র্যাট দলের জো বাইডেন। নির্বাচনের আগে জোরেশোরে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। অনুক‚ল জনমত জরিপ সত্তে¡ও আত্মতুষ্টিতে না ভোগার জন্য জো বাইডেনের সমর্থকদের সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ওবামা ২০১৬ সালে ট্রাম্পের বিস্ময়কর বিজয়ের কথা তুলে ধরে সে সময়ের ভুল জনমত জরিপের বিষয়েও সতর্ক করেন। ওবামা বলেন, ‘আমরা আত্মতুষ্ট হতে পারি না। এবারের জনমত জরিপকে আমি পাত্তাই দিচ্ছি না।’ ওবামা তার বক্তব্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলেন, ‘ট্রাম্প নিজেকে অযোগ্য প্রমাণ করেছেন। ট্রাম্প যে তার দায়িত্ব গুরুত্বের সঙ্গে নিতে জানেন না, সেটাই তিনি প্রমাণ করলেন।’ এদিকে, ডেমোক্র্যাট দলের প্রার্থী হিসেবে জো বাইডেনকে সমর্থন জানানোর আহŸান জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। প্রথম থেকেই রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্পকে পছন্দ নয় তার। বিভিন্ন সময় প্রেসিডেন্ট ট্রাম্পও ওবামাকে নিয়ে নানা ধরনের বিরূপ মন্তব্য করে আসছেন। স¤প্রতি নির্বাচনী সমাবেশে নতুন করে একে অন্যকে আক্রমণ করেছেন। পেনসিলভানিয়ায় হোয়াইট হাউসের প্রার্থী হিসেবে জো বাইডেনের পক্ষে প্রচারণায় বারাক ওবামা ট্রাম্পকে ‘ক্রেজি আঙ্কেল’ বলে মন্তব্য করেছেন। তার মতে, ট্রাম্প বর্ণবাদকে উৎসাহিত করছেন। অপরদিকে, নর্থ ক্যারোলিনায় রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প ২০১৬ সালের নির্বাচনী ফলাফল নিয়ে ওবামার ভুল বোঝাবুঝির বিষয়টি নিয়ে উপহাস করেছেন। খবরে বলা হয়, ফিলাডেলফিয়ায় যেন শব্দবোমা ফাটালেন যুক্তরাষ্ট্রে ইতিহাস সৃষ্টিকারী প্রথম আফ্রিকান বংশোদ্ভ‚ত সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। একের পর এক প্রশ্ন ছুড়ে দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে। করলেন তার কড়া সমালোচনা। শব্দের মারপ্যাঁচে যেন চার বছর তার মনে জমে থাকা ক্ষোভ উগড়ে দিলেন। ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ করলেন তার আয়কর নীতি নিয়ে, করোনা ভাইরাস মোকাবিলা নিয়ে। ব্যক্তিগত বিষয়ে একের পর এক খোঁচা মারলেন। গত চার বছরের ঝলকানো তথ্য তুলে ধরলেন। এর মধ্য দিয়ে তিনি এ পর্যন্ত বিভিন্ন বিষয়ে এবং ব্যক্তিগত পর্যায়ে সরাসরি সবচেয়ে ধারালো আক্রমণ শানিয়েছেন ট্রাম্পের বিরুদ্ধে। একই সঙ্গে তার সময়ের সাবেক ভাইস প্রেসিডেন্ট এবারের নির্বাচনে ডেমোক্রেট দল থেকে প্রেসিডেন্ট পদে প্রার্থী জো বাইডেনকে সমর্থন দিলেন। বাইডেনকে তিনি উত্তম চরিত্রের এবং কৃষ্ণাঙ্গ, লাতিনো এবং তরুণ, যুবক ভোটারদের উৎসাহিত করার এক গুরুত্বপ‚র্ণ ফ্যাক্টর হিসেবে তুলে ধরেন। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টায় এবারের প্রেসিডেন্ট নির্বাচনে সবচেয়ে সামনের দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের মধ্যে চ‚ড়ান্ত দফা টেলিভিশন বিতর্ক হওয়ার কথা। তার আগেরদিন বুধবার বাইডেনের পক্ষে ফিলাডেলফিয়ায় বক্তব্য রাখেন ওবামা। ডায়াসে উঠেই তিনি সময় ব্যয় না করে আক্রমণ শাণাতে থাকেন ট্রাম্পের উদ্দেশে। শুরুতেই তিনি ট্রাম্পকে নিয়ে দর্শক শ্রোতাদের সঙ্গে মজা করেন। সিএনএন, রয়টার্স।

 



 

Show all comments
  • জয় বাংলাদেশ ২৩ অক্টোবর, ২০২০, ১:০৭ এএম says : 0
    আসসালামু য়ালাইকুম আপনারা সবাই কেমন আছেন আসা করি সবাই ভালো আছেন আল্লাহ হাফেজ
    Total Reply(0) Reply
  • Md Shuvo ২৩ অক্টোবর, ২০২০, ১:০৭ এএম says : 0
    যে যায় বলুক আমি মোটামুটি নিশ্চিত এবারও #ট্রাম্প পাগলা জিতবে. ট্রাম্প পাগলা কে আমার প্রচুর ভালো লাগে
    Total Reply(0) Reply
  • Hasanul Haq Munna ২৩ অক্টোবর, ২০২০, ১:০৮ এএম says : 0
    আমি চাইবো ট্রাম জিতুক। মানুষটার ভিতরে সাদা সাদা ভাব আছে
    Total Reply(0) Reply
  • Mominul Islam ২৩ অক্টোবর, ২০২০, ১:০৮ এএম says : 0
    যেই ক্ষমতায় আসুক না কেনো মুসলমানদের বিরুদ্ধে থাকে
    Total Reply(0) Reply
  • MC Obaydul Islam ২৩ অক্টোবর, ২০২০, ১:০৮ এএম says : 0
    Go ahead baiden.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওবামা

২ নভেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ