Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওবামা-মিশেলের অন্য রকম একটি দিন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০২০, ১২:০৪ এএম

খালি গায়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। পরনে শুধু একটি হাফ প্যান্ট। পা খালি। তার সঙ্গে সাবেক ফার্স্টলেডি মিশেল ওবামা (৫৬)। তিনি ট্যাং টপ জাতীয় সুইমস্যুট পরা। দু’জনকে এমন অবস্থায় দেখা গেছে যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে নীল পানিতে কায়াকিং (প্লাস্টিকে তৈরি নৌকাজাতীয় যান বিশেষ) করছেন। বড়দিনের ছুটি উদযাপন করতে তারা ছুটে গেছেন সেখানে। সূর্যের প্রখর রোদে নিজেদের উষ্ণ করে নিচ্ছেন। সচিত্র এ খবর প্রকাশ করেছে লন্ডনের অনলাইন ডেইলি মেইল। মঙ্গলবার তাদেরকে যখন এমন অবস্থায় ক্যামেরাবন্দি করা হয় তখন রোদ অনেক কড়া। কায়াকিং করার সময় সামনে বসে আছেন মিশেল ওবামা। তিনি বৈঠা চালিয়ে তীরে ফেরার চেষ্টা করছেন। কপালে কখনো কখনো ভাঁজ দেখা যাচ্ছে। তাতে বোঝা যায়, তিনি কতটা পরিশ্রম করছেন কায়াকিং করতে গিয়ে। পিছনে বসে বারাক ওবামা দেখছেন চারদিকের প্রকৃতি। কিছুক্ষণ দেখার পর তিনিও বৈঠা চালাতে থাকেন। হাওয়াইয়ের কাইলুয়া উপসাগরের পানিতে তাদেরকে এ অবস্থায় ক্যামেরাবন্দি করা হয়েছে। সেখানকার ‘শীতকালীন হোয়াইট হাউজ’ বলে পরিচিত বাড়িতে উঠেছেন। বারাক ওবামা ক্ষমতায় থাকার সময় ছুটি কাটাতে প্লান্টেশন এস্টেটের কাছ থেকে ভাড়া নিয়েছিলেন এই বাড়ি। সেখানেই কাটছে তাদের সময়। তবে কায়াকিং করার সময় দুই মেয়ে মালিয়া ও শাশা তাদের সঙ্গে ছিলেন না। অবকাশ বা ছুটি কাটাতে সঙ্গে মেয়েদের নিয়েছেন কিনা তাও নিশ্চিত নয়। তবে ধারণা করা হয় তারা তাদের সঙ্গে অবকাশ যাপনে গিয়েছেন। তারা কি এ বছরের বাকিটা সময় সেখানেই কাটিয়ে দেবেন কিনা তাও নিশ্চিত হওয়া যায়নি। তারা ওয়াহু দ্বীপে তাদের প্রপার্টিতে সময় কাটানোর পরিকল্পনা করেছিলেন বলে শোনা যায়। ডেইলি মেইল।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওবামা

২ নভেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ