Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হিলিতে দুই চাল ব্যাবসায়ীকে জরিমানা

হিলি (দিনাজপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০২১, ৪:২৮ পিএম

হিলি চালের বাজারে অভিযান চালিয়ে বেশি দামে চাল বিক্রি ও দেশীয় চাল প্লাস্টিকের বস্তায় রেখে বিক্রির অভিযোগে দুই চাল ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলার হিলি বাজারে অভিযান চালিয়ে এসব জরিমানা করেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুর-এ আলম।

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুর-এ আলম জানান, লকডাউনে মাঝে কিছু ব্যবসায়ী বেশি দামে চাল বিক্রি করছে এমন অভিযোগের ভিত্তিতে আজ বিকেলে হিলির চাল বাজারে অভিযান পরিচালনা করে দেশীয় চাল প্লাস্টিকের বস্তায় রেখে বিক্রি ও বেশি দামে চাল বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই চাল দোকানীকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরো জানান, চালের বাজার স্বাভাবিক রাখতে এধরনের অভিযান অব্যহৃত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ