চরিত্র মানুষের শ্রেষ্ঠতম অলঙ্কার
সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত- মানবজাতি। এ শ্রেষ্ঠত্ব মানুষ তার চরিত্র দিয়ে অর্জন করে নেয়।
প্রঃ এক মসজিদে একাধিক আযান কিংবা শহরের বিভিন্ন মসজিদে এক সঙ্গে আযান হলে, কোনটির জওয়াব দিতে হবে?
উঃ যে আযান আগে শোনা যাবে তারই জওয়াব দিতে হবে।
প্রঃ আযান ও ইকামতের মধ্যে কি কি পার্থক্য?
উঃ আযান ও ইকামতের মধ্যে কয়েকটি বিষয়ে পার্থক্য আছে।
আযান দিতে হয় নামায শুরু হওয়ার বেশ কিছু সময় পূর্বে, যাতে মুসল্লিরা স্বাভাবিকভাবে ওযু-ইস্তেঞ্জা সেরে মসজিদে এসে জামাতে শামিল হতে পারে। আর ইকামত দেয়া হয় জামাত কায়েমের পূর্ব মুহূর্তে।
প্রঃ নামাজ সহীহ হওয়ার জন্য প্রধান শর্ত কি?
উঃ পাক-পবিত্র হওয়া।
প্রঃ পাক-পবিত্র হওয়ার কি কি উপায়?
উঃ ওযু করা, গোসল করা অথবা তায়াম্মুম করা।
প্রঃ ওযুর ফরজ কয়টি ও কি কি?
উঃ ওযুর মধ্যে চারটি ফরয। যথা ঃ
১. মুখম-ল অর্থাৎ কপালের ওপর থেকে থুতনির নিচ পর্যন্ত এবং এক কানের লতি হতে অন্য কানের লতি পর্যন্ত ভালোভাবে ধৌত করা। ২. উভয় হাত কনুইসহ ধোয়া। ৩. মাথার এক-চতুর্থাংশ মাসেহ করা। ৪. উভয় পা টাখনুসহ ধোয়া।
-মুফতী ওয়ালীয়ুর রহমান খান
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।