Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সখিপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০২১, ১২:১৭ পিএম

টাঙ্গাইলের সখিপুর উপজেলায় বিষধর সাপের কামড়ে ১১ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার দেওবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির নাম ইমন। সে উপজেলার দেওবাড়ী গ্রামের খলিলুর রহমানের ছেলে।

ইমনের চাচা আবুল হোসেন বলেন, গতকাল রাত সোয়া আটটার দিকে মসজিদে তারাবিহর নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় ইমন। অন্ধকারে সড়ক দিয়ে যাওয়ার পথে তাকে সাপ কামড় দেয়। সে বাড়ি ফিরে আসে। একপর্যায়ে সে অচেতন হয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই ইমনের মৃত্যু হয়েছে। তার পায়ের আঙুলে সাপের কামড়ের ক্ষতচিহ্ন রয়েছে।



 

Show all comments

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ