মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফ্রিকার দেশ জিবুতির উপক‚লে সোমবার অতিরিক্ত যাত্রীবোঝাই একটি নৌকাডুবিতে ৩৪ শরণার্থী নিহত হয়েছে। ইয়েমেন থেকে এডেন সাগর হয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটে। জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম)-এর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। দুর্ঘটনার শিকার নৌকাটিতে নারী ও শিশুসহ ৬০ আরোহী ছিল বলে জানিয়েছেন আইওএম-এর পূর্ব আফ্রিকা এবং হর্ন অব আফ্রিকার আঞ্চলিক পরিচালক মোহাম্মদ আবদিক। দালালদের মাধ্যমে তাদের যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন থেকে নিয়ে আসা হচ্ছিল। কিন্তু জিবুতির উপক‚লে গিয়ে এটি ডুবে যাওয়ায় অন্তত ৩৪ শরণার্থীর সলিল সমাধি ঘটে। নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন। জিবুতিতে কর্মরত আইওএম-এর একজন কর্মকর্তা জানিয়েছেন, ভোর ৪টার দিকে নৌকাডুবির এ ঘটনা ঘটে। আইওএম কর্মকর্তা মোহাম্মদ আবদিক বলেছেন, অভিবাসীদের দুর্বলতাকে হাতিয়ার করা পাচারকারীদের বিচারের বিষয়টি অবশ্যই অগ্রাধিকার তালিকায় নিয়ে আসতে হবে। তাদের জন্য বহু মানুষ অকারণে অনেক প্রাণ হারিয়েছে। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।