Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেছারাবাদে হরিনের মাংস রাখার দায়ে এক মহিলার জরিমানা

নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০২১, ১০:২১ এএম

নেছারাবাদে হরিনের মাংস সংরক্ষণ ও সরবরাহের আপরাধে মমতাজ বেগম (৫৮) নামে এক মহিলাকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার সন্ধ্যায় সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. বশির গাজী এ জরিমানা করেন। অর্থ দন্ডপ্রাপ্ত মমতাজ পৌর শহরের জগৎপট্টি এলাকার মৃত ফজলুল হকের স্ত্রী।

জানাগেছে, গোপন সংবাদ পেয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট পুলিশ সাথে নিয়ে ওই বাড়িতে অভিযানে যান এবং তিনটি পাত্রে প্রায় ১০ কেজি হরিনের মাংস পান। এ সময় তিনি পুলিশকে মমতাজকে আটকের নির্দেশ দেন। পরে বিচারক আদালত বসিয়ে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রন আইন - ২০১১ এর ২২ ধারায় মমতাজকে পাঁচ টাকা জরিমানা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ