প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
'এই দুনিয়া কোনওদিন হবে না স্বর্গরাজ্য...'
গানের শুরুতেই বাস্তবের চিত্র তুলে ধরেছেন অঞ্জন দত্ত। মিথ্যে প্রতিশ্রুতি নয়। বুঝিয়ে দিলেন ভোটের পর প্রেক্ষাপট বদলে যায় শুধু। তারপরেও চলবে প্রতিদিনের অশান্তি, সংশয়। একুশের নির্বাচনের চতুর্থ দফার ভোটের প্রাককালে ভাইরাল হয় এই গান। যেখানে গায়ক বলছেন এক জায়গায়, 'আজ তোমার আমার সামনে খুবই বড় একটা সিদ্ধান্ত... ভবিষ্যতে কী থাকবে, কী থাকবে না সাম্প্রদায়িক ভয়... ঝগড়াঝাটি করেও একসাথে বাঁচার যে আনন্দ, সেই আনন্দ চলে যেতেও পারে তোমারই পাড়ায়...' গানের মধ্যে তুলে ধরেছেন সাম্প্রতিক কিছু ঘটনা। বিগত ৭ বছরে যা দেশের ভিত নাড়িয়ে দিয়েছে। দিল্লির উপকণ্ঠে কেন্দ্রের কৃষি বিলের বিরুদ্ধে কৃষক আন্দোলন থেকে শুরু করে এক রাত্তিরে নোটের রঙ বদলে যাওয়ার ঘটনা তুলে ধরেছেন। ধর্মনিরপেক্ষ দেশে সংবিধান বিরোধী যে কাজ সমানে চলছে, তার প্রতিবাদও করেছেন অঞ্জন দত্ত। গানের মাঝে স্পষ্ট জানিয়েছেন, এই গান কোনও দলের হয়ে কথা বলছে না। বরং এটা একটি নির্দিষ্ট দলের বিরোধিতা করে লেখা এই গান। অঞ্জন দত্ত বুঝিয়ে দিয়েছেন সেই 'বিশেষ' দল ক্ষমতায় এলে, বাস্তবিকই দুঃসময় ঘনিয়ে আসবে রাজ্যে। যেমন গানের শেষে তুলে ধরা হয়েছে ফ্যাসিবাদের কথা। জাতীয়তাবাদ যখন জাতিকে ভয় দেখায়, সেই সময়ের কথা। বর্ণ বিদ্বেষের কথা। ভোটের আগেই অনির্বাণ ভট্টাচার্যের লেখা 'নিজেদের মতে, নিজেদের গান' শোরগোল ফেলেছিল সর্বত্র। তার কয়েকদিন পরেই অঞ্জন দত্তের গান, যেন নতুন করে ভাবাচ্ছে 'কিংকর্তব্যবিমূঢ়'দের। এই গান সময়োপযুক্ত বলেই, মত গান-প্রেমীদের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।