প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আবারো দ্বৈত কণ্ঠে গাইলেন জনপ্রিয় সংগীতশিল্পী বেলাল খান ও লিজা। চলচ্চিত্রে প্লেব্যাকের পর এবার অডিওর জন্য তারা এক সঙ্গে কণ্ঠ দিলেন। বাংলা নববর্ষ উপলক্ষে করা গানটির শিরোনাম ‘পাখি’। গানটির কথা লিখেছেন মুসা কে মাহমুদ। সুর করেছেন শিল্পী বেলাল খান নিজে। সংগীতায়োজন করেছেন দীন ইসলাম শারুক।
নতুন গান প্রসঙ্গে বেলাল খান বলেন, বাংলা নববর্ষকে গানে গানে বরণ করে নিতেই আমাদের এই আয়োজন। এ সময়ের শ্রোতার ভালো লাগাকে প্রাধান্য দিয়েই গানের সুর ও সংগীতায়োজন করা হয়েছে। আমি ও লিজা দুজনেই চেষ্টা করেছি গায়কিতে নিজেদের ভেঙে নতুনভাবে তুলে ধরতে।
অন্যদিকে লিজা বললেন, একটা অন্যরকম নাচের গান। এই গানটি রোমান্টিক হলেও দারুণ রিদম আছে। বৈশাখ আর ঈদের উৎসবে বাজানোর মতো একটি গান। আশা করছি শ্রোতাদের কাছে গানটি ভালো লাগবে।
‘পাখি’ গানটির ভিডিওচিত্রে মডেল হয়েছেন জাহের আলভী, মিতু ও এক ঝাঁক নৃত্যশিল্পী। শিগগিরই গানের ভিডিওটি প্রকাশ পাবে বেলাল খানের নিজস্ব ইউটিউব চ্যানেলে।
উল্লেখ্য আগেও কিছু গানে ক্লোজআপ ওয়ান বিজয়ী সানিয়া সুলতানা লিজাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার বেলাল খানের সঙ্গে গাইতে দেখা গেছে। লিজার জন্য কয়েকটি গানের সুর করেছিলেন বেলাল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।