বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পুঠিয়ার করোনায় আক্রান্ত মাহাফুজ ইসলাম (৪৫) নামের এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত মৃত ব্যাংক কর্মকর্তা মাহাফুজ ইসলাম উপজেলার বানেশ্বর ইউনিয়নের নাজগ্রাম গ্রামের মৃত জেকের আলীর ছেলে। গত ৬ এপ্রিল মঙ্গলবার রাত সাড়ে ৭টার সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে মঙ্গলবার রাতে পারিবারিকভাবে তার মৃতদেহ দাফন করা হয়। মৃত ব্যাংক কর্মকর্তার মাহাফুজ ইসলাম গ্রামীন ব্যাংক ঢাকার মানিকগঞ্জের একটি শাখায় কর্মরত ছিলেন। মৃতের পারিবারিক সূত্রে জানাগেছে, তিনি ঢাকার মানিকগঞ্জের কর্মরত অবস্থায় বেশ কিছুদিন ধরে করোনায় আক্রান্ত হয়ে সেখানে চিকিৎসাধীন ছিলেন। পরে গত তিনদিন আগে সেখান থেকে এম্বুলেন্স যোগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থা জটিল হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গতকাল মঙ্গলবার রাতে তার মৃতদেহ পারিবারিক ভাবে দাফন করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।