Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অতিরিক্ত যাত্রী পরিবহন তিন চালককে ও মাস্ক পরিধান না করার দায়ে ৯ পথচারীকে জরিমানা

কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২১, ৩:৫০ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় করোনা বিস্তার রোধে যাত্রীবাসে অতিরিক্ত যাত্রী পরিবহনের দায়ে তিন চালককে ১১ হাজার ৫’শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় মাস্ক পরিধান না করার দায়ে ৯ পথচারীকে ৪’শ টাকা এবং ব্যবসা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি না মানায় এক ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার দুপুর দুইটায় কলাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল। এ সময় উপজেলা স্যানিটারি ইন্সেপেক্টর মৃনাল কান্তি দেবনাথ ও কলাপাড়া থানার এসআই আক্তার হোসেন উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল বলেন, সাস্ব্যবিধি মানতে বার বার মাইকিং করা সত্ত্বেও স্বাস্থ্যবিধি না মানায় পথচারীদের জরিমানা করা হয়েছে। করোনা বিরোধী অভিযান অব্যাহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ