বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মহিউদ্দিন হাওলাদারের (৬০) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। তিনি ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষক ছিলেন। বুধবার বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন শহীদ রাজা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবুল বসার বাদশা।
তিনি জানান, কাঁঠালিয়া উপজেলার সদর ইউনিয়নের জয়খালী গ্রামের বাসিন্দা মহিউদ্দিন হাওলাদার। তিনি দীর্ঘ দিনধরে অসুস্থ ছিলেন। গত ১০ মার্চ বরিশাল জেনারেল হাসপাতালে করোনার টিকা নেন মহিউদ্দিন সরকার। টিকা নেওয়ার চার দিনের ব্যবধানে শরীরে জ্বর আসে। একই সঙ্গে করোনার অন্যান্য উপসর্গও দেখা দেয়।
২৪ মার্চ করোনা পরীক্ষা করালে ২৫ মার্চ রিপোর্ট পজেটিভ আসে। ক্রমেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় করোনা টিকা নেওয়ার ২১ দিন পর তাঁর মৃত্যু হয় বলে পরিবার জানায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।