Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জয়পুরহাটে করোনায় মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২১, ১:২৮ পিএম

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা করোনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।(৩০ মার্চ)মঙ্গলবার বিকেলে জেলা আধুনিক হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুর পর স্বজনরা তার মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়।

দীনেশ কুমার মহন্ত (৭০) ক্ষেতলাল উপজেলার দৌলতপুর গ্রামের মৃত নিতাই মহন্তের ছেলে।


জয়পুরহাটে ৬০ জনের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবরেটরিতে পাঠানো হয়। সেখানে পরীক্ষায় ৫২ জনের নমুনা নেগেটিভ হলেও ৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

হাসপাতালে ভর্তি করোনা রোগীরা হলেন- আধুনিক হাসপাতালের ওয়ার্ড মাস্টার নাজমুল হক (৫৫), সদর উপজেলার ভাদসা টুপাড়া গ্রামের বাসিন্দা মৃত আব্দুল গফুরের ছেলে লোকমান (৬৫) ও একই উপজেলার ভাদসা গ্রামের কফিল উদ্দিনের ছেলে নাজিমউদ্দিন (৬২)।


জয়পুরহাট সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী বলেন, ‌‘আক্রান্ত বৃদ্ধ করোনা আক্রান্তের পর বেশকিছু দিন থেকে বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। মঙ্গলবার দুপুরে তার শ্বাসকষ্ট বেশি হলে পরিবারের সদস্যরা জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজে রেফার্ড করা। সেখানে নেয়ার আগেই জয়পুরহাট হাসপাতালে তার মৃত্যু হয়।’হাসপাতালে তিন করোনা রোগী ভর্তি ও মঙ্গলবার জেলায় ৮ জনের শরীরে করোনা শনাক্তের বিষয়টিও নিশ্চিত করেন সিভিল সার্জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ