Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যাটিংয়েই সর্বনাশ : মাহমুদউল্লাহ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২১, ১২:০২ এএম


সিরিজ শুরুর প্রায় মাস খানেক আগে নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ে বাংলাদেশ দল। প্রস্তুতি আর কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে যথেষ্ঠ সময় পেয়েছে টাইগাররা। তবে ভালোভাবে নিজেদের প্রস্তুত করলেও মাঠের লড়াইয়ে কিউদের সঙ্গে পেরে উঠছে না লাল-সবুজের প্রতিনিধিরা। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের পর প্রথম টি-টোয়েন্টিতে হার টাইগারদের। গতকাল প্রথম ম্যাচে হার ৬৬ রানের বড় ব্যবধানে। এজন্য ব্যাটসম্যানদের দায় দেখছেন এ ফরম্যাটের বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউলাহ রিয়াদ।

ম্যাচ শেষে মাহমুদউল্লাহ বলেন, ‘আবারও ব্যাটিংয়ে নিজেদের সর্বনাশ ডেকে এনেছি আমরা। একেরপর এক উইকেট হারালে, আমার মনে হয় এভাবে করলে হবে না, দ্বিতীয় ম্যাচে ফিরে আসতে হবে। আমাদের সুযোগ ছিল। শুরুতে আমরা উইকেট নিয়েছি, রান রেট সাতের নীচে ছিল।’
মাহমুদউল্লাহ আরও যোগ করেন, ‘আমাদের সুযোগ ছিল বাউন্ডারিতে, কিন্তু সেটি ছয় হয়ে যায়। আমার মনে হয় বোলাররা ভালো বোলিং করেছে, বোলারদের দোষ দিতে পারছি না। কিছু মিস ফিল্ডিং বাউন্ডারি দিয়ে দিয়েছে। ১৯০ রান হলে সেটি তাড়া করে জেতা যেত। একসঙ্গে বেশ কয়েকটি উইকেট হারানো ম্যাচ জেতায় কোনো সাহায্য করে না, যা আমরা বারবার করছি। একটা ইতিবাচক দিক আমি নিতে চাই, যে ইন্টেন্টটা ছিল, যা দেখতে পাওয়াটা ভালো ছিল। টি-টোয়েন্টিতে ১০০-১২০ রানে অল আউট হতেই পারেন। কিন্তু অন্তত আপনি যদি দেখাতে পারেন যে আপনি জিততে চান, তাহলে আমাদের সুযোগ থাকতেও পারে।’

এ ম্যাচে দলের অভিজ্ঞ ক্রিকেটারদের পাননি রিয়াদ। সাকিব আল হাসান ছুটি নেওয়ায় নিউজিল্যান্ড সফরে যাননি। তামিম ইকবাল ওয়ানডে সিরিজ খেলে দেশের পথ ধরেছেন। ইনজুরির কারণে এ ম্যাচে খেলতে পারেননি মুশফিকুর রহিম। সিনিয়র ক্রিকেটারদের ছাড়া খেই হারিয়েছে দল। তবে বাকিরা ব্যর্থ হলেও আলো ছড়িয়েছেন অভিষেক ম্যাচ খেলতে নামা নাসুম আহমেদ। ব্যাট হাতে রান পেয়েছেন আফিফ হোসেন ও নাঈম শেখ। এটিকে ইতিবাচক হিসেবে দেখছেন মাহমুদউল্লাহ।

বাংলাদেশ দলের টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক বলেন, ‘আমার মনে হয় এটি তরুণদের জন্য ভালো একটি সুযোগ, বিশেষ করে নাইম শেখ, আফিফ, সঙ্গে দুজন অভিষিক্ত ছিল আজকে তাদের জন্য। এটি তাদের জন্য সুযোগ বিশ্বকে দেখানোর, তারা কতটা ভালো। আমরা হয়ত সব সময় সব অভিজ্ঞ খেলোয়াড়দের একসঙ্গে পাবো না, কিন্তু আমাদের সেটির সঙ্গে মানিয়ে নিতে হবে। কাউকে এগিয়ে আসতে হবে এবং দেখাতে হবে যে সে বাংলাদেশকে ম্যাচ জেতাতে সক্ষম।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাহমুদউল্লাহ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ