মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কারেন রাজ্যে সশস্ত্র বিদ্রোহীদের একটি গ্রামে বিমান হামলা চালিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। শনিবার থাইল্যান্ডের সীমান্তবর্তী পাপুন জেলার একটি গ্রামে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে রয়টার্স। দ্য কারেন ন্যাশনাল ইউনিয়ন নামের সশস্ত্র দলটি জানিয়েছে, রাত ৮টার দিকে গ্রামটিতে হামলা চালানো হয়। হামলার কারণে গ্রামবাসী এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। গোষ্ঠীটির এক মুখপাত্র বলেছেন, ‘তারা ওই এলাকায় বোমাবর্ষণ করেছে...ওই এলাকার বাসিন্দারা জানিয়েছেন দুজন নিহত হয়েছে এবং দুজন আহত হয়েছে।’ প্রত্যন্ত অঞ্চল হওয়ায় সেখানে যোগাযোগ করাটা দুরূহ ব্যাপার এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি। ২০১৫ সালে কারেন ন্যাশনাল ইউনিয়ন সরকারের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি সাক্ষর করে। তবে পহেলা ফেব্রুয়ারি মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে উত্তেজনা বাড়ছে। শনিবার সামরিক জান্তা রাজধানী নেপিদুতে যখন সশস্ত্র বাহিনী দিবস পালন করছিল তখন কারেন রাজ্যের একটি সেনাঘাঁটিতে হামলা চালায় কারেন ন্যাশনাল ইউনিয়নের ব্রিগেড ফাইভ। এতে ১০ সেনা নিহত হয়। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।