Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

তালেবানকে নিয়ে অন্তর্বর্তী সরকারে রাজি নন গনি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২১, ১২:০৯ এএম

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি আগামী ছয় মাসের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন দেওয়ার প্রস্তাব দেবেন বলে ঠিক করছেন। যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করে শান্তিচুক্তির অংশ হিসেবে তিনি এ প্রস্তাব দিতে পারেন বলে জানিয়েছেন দেশটির সরকারি দুই জ্যেষ্ঠ কর্মকর্তা। তারা বলছেন, আগামী মাসে তুরস্কে আন্তর্জাতিক এক সম্মেলনে গনি তার প্রস্তাব তুলে ধরবেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আশরাফ গনির নির্বাচিত সরকার হটিয়ে তালেবানকে নিয়ে অন্তর্বর্তীকালীন প্রশাসনের হাতে ক্ষমতা হস্তান্তরের যে প্রস্তাব দেওয়া হয়েছে, তা তিনি প্রত্যাখ্যান করতে পারেন বলেই ইঙ্গিত মিলেছে। তবে গনির শর্ত হচ্ছে, তুরস্কের আন্তর্জাতিক সম্মেলনে মোল্লা ওমরের ছেলে তালেবান নেতা হাইবাতুল্লাহ আখুনজাদা বা মোল্লা ইয়াকুব অঙ্ক নিলে কেবল তিনি সেখানে যাবেন। প্রায় দুই দশকের যুদ্ধ শেষে গত বছর ওয়াশিংটনের পক্ষ থেকে এ বছরের ১ মের মধ্যে আফগানিস্তান থেকে সেনা সরানোর প্রতিশ্রæতি দেওয়া হয়। ওয়াশিংটনের পক্ষ থেকে সরকার ও তালেবানদের মধ্যে লড়াই থামিয়ে শান্তিচুক্তি করার জন্য চাপ দেওয়া হচ্ছে। তবে কাতারে আফগানিস্তানের পক্ষ থেকে আলোচনা স্থগিত করা হয়েছে। তালেবানের পক্ষ থেকে কাবুলে পশ্চিমা-সমর্থিত শাসকগোষ্ঠীকে উৎখাতের কথা বলা হচ্ছে। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তালেবান

১০ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ