Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

৬ হাজার বছর আগের শিশুর কঙ্কাল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০২১, ১২:০১ এএম

ছয় হাজার বছর আগের একটি শিশুর মমি করা কঙ্কাল উদ্ধার করেছে ইসরাইলি প্রত্নতাত্তি্করা। এ ছাড়া বাইবেলের বাণীসহ কয়েক ডজন ‘মৃত সাগর পান্ডুলিপির’ খোঁজ পেয়েছেন তারা। একটি মরুভ‚মিতে গুহায় এসব পাওয়ার কথা জানিয়েছেন গবেষকরা। এক হাজার ৯০০ বছর আগে রোমের বিরুদ্ধে ইহুদিদের বিদ্রোহের সময় এসব পান্ডুলিপি গুহায় লুকিয়ে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। পাঁচ শতাধিকের বেশি গুহায় অনুসন্ধান চালিয়ে এ ছাড়া নব্যপ্রস্তুরযুগীয় হাতে বোনা ঝুড়ি পাওয়া গেছে, যা অন্তত দেড় হাজার বছর আগের হবে বলে ধারণা করা হচ্ছে। অধিকৃত পশ্চিমতীর ও ইসরাইলের দক্ষিণাঞ্চলে ইয়াহুদি মরুভ‚মিতে খননকালে এসব শিল্পকর্ম পাওয়া গেছে। অঞ্চলটি ‘বিভীষিকার গুহা’ নামে পরিচিত। ভেতরে মানুষের বহু কঙ্কাল পাওয়ার কারণে এটির নাম দেওয়া হয়েছে বিভীষিকার গুহা। এর চারপাশের অঞ্চলও ব্যাপক বিপজ্জনক। সেখানে হিব্রæ বাইবেলের গ্রিক ভাষায় তরজমার পান্ডুলিপির অংশ খুঁজে পান বিশেষজ্ঞরা। ১৯৬০-এর দশকের পর থেকে পাওয়া পান্ডুলিপির মধ্যে এটিকে সবচেয়ে গুরুত্বপ‚র্ণ অনুসন্ধান বলে আখ্যায়িত করা হয়েছে। ইসরাইলি কর্তৃপক্ষ বলছে, গত প্রায় ৬০ বছরের মধ্যে প্রথমবারের মতো প্রতœতাত্তি¡করা এসব পান্ডুলিপির খোঁজ পেয়েছেন। পান্ডুলিপিগুলোর অধিকাংশ প্রাচীন গ্রিক ভাষায় লেখা। মূলত ১৯৪০ থেকে ১৯৫০-এর দশকে কুমরানের নিকটবর্তী পশ্চিমতীরের মরু গুহায় পাওয়া ইহুদি গ্রন্থের বিভিন্ন অংশের সংগ্রহকে ‘মৃত সাগর পান্ডুলিপি’ বলে। ইসরাইলি পুরাকীর্তি কর্তৃপক্ষের মৃত সাগর পান্ডুলিপি ইউনিটের ওরিন আবলেমান বলেন, নতুন পাওয়া এসব শিল্পকর্ম যদিও খুব ছোট। কিন্তু এখান থেকে আমরা নতুন অনেক তথ্য পাব। ডেইলি সাবাহ, ইসরাইল টাইমস।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কঙ্কাল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ