Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ঠাকুরগাঁওয়ে কবরস্থান থেকে কঙ্কাল চুরি

ঠাকরগাঁও জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২২, ১২:০১ এএম

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ পৌর শহরের ঐতিহাসিক পীরডাঙ্গী কবরস্থানের প্রায় ১৯টির মত পুরাতন কবর থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।
গতকাল শুক্রবার রাতে দুর্বৃত্তরা কবর খুড়ে এসব কঙ্কাল চুরি করে নিয়ে যায়। গতকাল শনিবার সকালে বিষয়টি জানা জানি হলে মানুষের ঢল নামে সেখানে। দুর্বৃত্তরা যাওয়ার সময় তাদের পরিধানের কিছু কাপড় কবরস্থানে ফেলে গেছেন। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান ও পুলিশ সুপার মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থল পরিদর্শনকালে বলেন, ১৯টির মত পুরাতন কবরের মাটি খুঁড়া ও ঢাকা অবস্থায় দেখা গেছে। আসলে কী হয়েছে এখন পর্যন্ত পরিস্কার করে কিছু বলা যাচ্ছে না।

তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের জন্য পুুলিশ সহ প্রশাসনের সংশ্লিষ্ট লোকজন কাজ করছে। এসময় পীরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আকতারুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহাগ, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক ও পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ