Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশুলিয়ায় কবরস্থান থেকে কঙ্কাল চুরি

স্টাফ রিপোর্টার, সাভার : | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২১, ১২:০০ এএম

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি কবরস্থান থেকে ১৬টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গতকাল এক নারীর লাশ দাফন করতে গিয়ে কঙ্কাল চুরির বিষয়টি প্রথমে নজরে আসে এলাকাবাসীর। এর আগে গত শনিবার দিবাগত রাতের যে কোন সময় শিমুলিয়া ইউনিয়নের ‘রণস্থল জান্নাতুল বাকী কবরস্থান’ থেকে কঙ্কাল চুরি হয়।

শিমুলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য স্থানীয় জনপ্রতিনিধি সোনা মিয়া সরকার বলেন, রাতের কোন এক সময়ে চোরেরা ওই কবরস্থানে প্রবেশ করে ১৬টি পুরাতন কবর থেকে কঙ্কাল চুরি করে নিয়ে যায়। বিষয়টি ইউনিয়ন পরিষদে অবগত করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) আব্দুর রশিদ জানান, স্থানীয় এক নারীর লাশ দাফন করতে গিয়ে বেশ কয়েকটি কবর খোড়া দেখে বিষয়টি এলাকাবাসীর নজরে আসে। তবে কঙ্কালগুলো একসাথে চুরি হয়নি। ভিন্ন ভিন্ন সময় চুরি হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কঙ্কাল-চুরি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ